Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের নাগরিকদের সিরিয়া ত্যাগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সিরিয়া ত্যাগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সিরিয়া ত্যাগের নির্দেশ

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৬ জানুয়ারি) একটি সতর্কতায় জানায়, সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হচ্ছে। তবে বাণিজ্যিক বিকল্পগুলো অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সতর্কতায় বলা হয়, “সিরিয়াজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অপ্রত্যাশিত হয়ে রয়েছে।” এই অবস্থায় মন্ত্রণালয় থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে বলা হয়।

এদিকে, ২০১২ সালে সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস এখনও বেঁচে আছেন বলে জানিয়েছেন তাঁর মা ডেবরা টাইস। গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “গুরুত্বপূর্ণ একটি সূত্র মারফত জানতে পেরেছি, অস্টিন এখনো বেঁচে আছেন এবং তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে ডেবরা টাইস আরও জানান, “আমরা যা জানালাম, তাতে অত্যন্ত সতর্ক থাকতে চাই। অস্টিনের যত্ন নেওয়া হচ্ছে এবং তিনি ভালো আছেন, আমরা এটা জানি।” তবে অপহরণকারীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১২ সালের সেপ্টেম্বরে ৩১ বছর বয়সী অস্টিনকে চোখ বেঁধে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, কিন্তু এখনও অপহরণকারীদের পরিচয় জানা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে সিরিয়া সরকারকে অস্টিনকে আটকে রাখার জন্য দায়ী করেন এবং তাঁকে মুক্তি দিতে সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানান। যদিও সিরিয়া সরকার অস্টিনসহ মার্কিন অপহৃত ব্যক্তিদের আটক রাখার অভিযোগ নাকচ করে দিয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert